,

বখাটের উত্ত্যক্তে স্কুলছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পরিবারের অভিযোগ, এক বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে আত্মহননের পথ বেছে নেয় ওই ছাত্রী।

উপজেলার উত্তর আউরা গ্রামে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

১৩ বছরের মেয়ে নাসরিন আক্তার কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

অভিযুক্তও ওই একই গ্রামের সৈকত আকন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী এসব তথ্য জানান।

ওই ছাত্রীর বাবা নাসির হাওলাদার জানান, সৈকত প্রায়ই স্কুলে আসা-যাওয়ার পথে নাসরিনকে বিভিন্নভাবে বিরক্ত করত।

তিনি বলেন, ‘স্কুলে আসা-যাওয়ার পথে আমার মেয়েকে সৈকত প্রায়ই বাজে কথা বলে নানাভাবে হয়রানি করত। এ নিয়ে মেয়েটা সব সময় মানসিকভাবে চিন্তিত থাকত।’

নাসরিনের মা চম্পা বেগম বলেন, ‘বুধবার বিকেলে আমি আমার বাবার বাড়ি বড় কাঁঠালিয়াতে যাই, নাসরিন এ সময় বাড়িতে একা ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়িতে এসে দরজা বন্ধ পাই। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে পেছনের বারান্দার জানালা থেকে দেখি আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে নাসরিন ঝুলতেছে। আমার ডাক-চিৎকার শুনে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে।’

কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) নুরুল আলম মিলু জানান, ‘নাসরিন শান্ত ও নম্রভদ্র ছিল। সৈকত নাসরিনকে বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। ঘটনার দিন ঘর ফাঁকা পেয়ে সে আত্মহত্যা করেছে।’

ওসি মুরাদ আলী বলেন, ‘শুনেছি এক সপ্তাহ আগে সৈকতের বাবা শাহজালাল আকন স্কুলছাত্রী নাসরিনের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। তবে কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে, সে বিষয়ে তদন্তের পরে বলা যাবে।

‘আত্মহত্যার কারণ হিসেবে উত্ত্যক্তের বিষয়টি আছে কি না সে বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখবে। পরিবার অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

ওই ছাত্রীর মরদেহ কাঁঠালিয়া থানায় এনে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি।

এই বিভাগের আরও খবর