,

ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার হুমকি দেওয়ায় ফয়সাল আহমেদ মিনা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়।

ফয়সাল গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের আলমগীর মিনার ছেলে।

গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. মাসুদ রানা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৬ জুন বিকেলে ফয়সাল আহম্মেদ তার নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দেন, ‘অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এতোদিন দেখা করতে চেয়েছি। যাতে গণভবনে গিয়ে শেখ হাসিনাকে গুলি করে মেরে ফেরবো। শেখ হাসিনার সাথে দেখা করতে না পারলে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে পারবো না। আমার কোন ক্ষমতা নাই। এ জন্য বার বার অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছিলাম যাতে যে কোন একজনের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে শেখ হাসিনাকে গুলি করে মেরে ফেলবো। কিন্তু বার বার চেষ্টা করেও পারলাম না। যে দেখা করার সুযোগ পাবো সেদিন মেরে ফেলবো। ইনশাল্লাহ।’

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। যুবককে গ্রেফতার করা হয়েছে। ফেসবুকে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

ওই যুবকের বাবা আলমগীর মিনা বলেন, ‘২০১৪ সাল থেকে আমার ছেলে মানসিক রোগে ভুগছে। তাকে ঢাকা, খুলনা ও গোপালগঞ্জ বিভিন্ন মানসিক চিকিৎসক চিকিৎসা করানো হয়েছে। সে কিছুদিন ভাল থাকার পর আবার যা তাই। ফেসবুকে এ ধরণের কথা বলে আমাদের বিপদে ফেলেছে।’

এই বিভাগের আরও খবর