ফেনী প্রতিনিধি: ফেনীর ফতেহপুর এলাকায় রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। জেলা সদর হাসপাতালে আহতদের নেওয়া হয়েছে। আহতদের বেশিরভাগ জরুরি বিভাগে আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এছাড়াও কয়েকজনকে ঢাকা এবং চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হয়েছে।