,

ফরিদপুর ত্রাণের জন্য মাথা ফাটাল ইউপি সদস্যের

ফরিদপুর প্রতিনিধি: নবিক সহায়তা কার্ডের জন্য এক ইউপি সদস্যের মাথা ফাটিয়েছেন এক বাসিন্দা।

রোববার বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার বিকালে ওয়ার্ডভিত্তিক তালিকাপ্রাপ্তদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্ড বিতরণ করেন ইউপি সদস্য আমান হোসেন।

ইউপি সদস্য নয়াডাঙ্গী গ্রামের লুৎফর শেখের বাড়িতে (কার্ডে নামধারীর) কার্ডে সংযুক্ত করার জন্য স্ট্যাম্প ছবি সংগ্রহ করতে যান। ওই সময় লুৎফর শেখের ছোট ভাই শাজাহান শেখ এগিয়ে এসে ইউপি সদস্যের কাছে জানতে চান কেন তাকে কার্ড দেয়া হয়নি। ‘একই বাড়িতে দুই কার্ড দেয়া সম্ভব নয়’- জানালে ইউপি সদস্য আমানের সঙ্গে শাহজাহানের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে শাহজাহান ইউপি সদস্যের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আঘাতে ইউপি সদস্য আমানের মাথা ফেটে যায়। পরে বাড়ির এবং এলাকার লোকজন আমানকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে ইউপি সদস্য আমান হোসেন জানান, তিনি যাচাই-বাছাই করে স্বচ্ছতার ভিত্তিতে তালিকা করেছেন। এক বাড়িতে দুটি কার্ড দেয়া যায় না বলে শাহজাহানকে কার্ড দেয়া হয়নি। হামলাকারীর বিরুদ্ধে মামলা করা হবে।

ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এভাবে জনপ্রতিনিধিদের আঘাত করা হলে জনসেবা দিতে অসুবিধা হবে।

এই বিভাগের আরও খবর