,

ফরিদপুরে ৫ হাজার কেজি পলিথিনসহ আটক ৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে  নিষিদ্ধঘোষিত পাঁচ হাজার কেজি পলিথিনসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার  সদর উপজেলার মসজিদ মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়ে।

আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার কালকিনি থানার আলীপুর গ্রামের মো. জাহাঙ্গীর কাজী (২৫), ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি গ্রামের মো. কামরুল ইসলাম (৩৫) এবং কোতয়ালী থানার বারভাগিয়া গ্রামের মো. তারেকুল ইসলাম (৩০)।

র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান এবং রিফাত আরা মৌরির নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত  মো. জাহাঙ্গীর কাজীকে ছয় মাস, মো. কামরুল ইসলামকে ১০ দিন এবং মো. তারেকুল ইসলামকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছে। এসময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন।

তিনি জানান, জব্দকৃত পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় এবং  আসামিদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর