,

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় কলাগাছে ওঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঈদের তৃতীয় দিন হওয়ায় এ আয়োজনে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের সমাগম ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি জিয়া প্রজন্ম দলের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার বিপ্লব।

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসা আবিদা সুলতানা বলেন, ‘ঈদের আনন্দের পাশাপাশি ঘোড়দৌড় ও গ্রাম্য মেলা ঘিরে এলাকায় খুশির জোয়ার বয়ে যায়।’

মো. সোহেল মিয়া নামে আরেক দর্শনার্থী বলেন, ‘পুরনো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে এসেছি। অনেক ভালো লেগেছে। অনেক আনন্দ পেয়েছি।’

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের ভাইস প্রেসিডেন্ট আবুল বাশার বিপ্লব বলেন, ‘গ্রামবাংলার ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য ধরে রাখতে আর মানুষের ঈদ বিনোদনকে বাড়িয়ে তুলতে এমন আয়োজন করা হয়েছে।’

ঘোড়দৌড় প্রতিযোগিতা ৬টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া ও বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

মো. জাকারিয়া হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুনবহা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ নাজমুল হাসান, সাবেক ছাত্রদল নেতা কামরুজ্জামান হাসান, নওশের মোল্লা, ইশারত খান প্রমুখ উপস্থিত ছিলেন।

-রিয়াজ মুস্তাফিজ

এই বিভাগের আরও খবর