,

প্রেমে বাধা পেয়ে আত্মহত্যা স্কুলছাত্রীর

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমে বাধা পেয়ে মায়ের ওপর অভিমান করে এক স্কুলছা্ত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুরে উপজেলার নলসোন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনজির তাবাসসুম তুলি (১৬) ওই গ্রামের আব্দুল আলীম আলমের মেয়ে এবং স্থানীয় নলসোন্দা হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল আজম বকুল জানান, তুলি বেশ কিছুদিন ধরে প্রতিবেশী সাইদুল ইসলামের ছেলে কলেজ ছাত্র তাওহীদের সঙ্গে প্রেম করে আসছিল। ঘটনাটি বুধবার সকালে তুলির মা জানার পর তিনি তুলিকে গালমন্দ করেন এবং প্রেমের সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দেন।

তিনি জানান, পরে দুপুরে মায়ের ওপর অভিমান করে তুলি তার শোবার ঘরের দরজা দিয়ে প্রথমে হাত কাটে এবং পরে ওড়না ঘরের দরজার সঙ্গে ঝুলিয়ে ফাঁসি নিয়ে আত্মহত্যা করে।

উল্লাপাড়া থানা উপ-পরিদর্শক নুরে আলম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেলারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর