নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের (বাসা) পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা জমা দেওয়া হয়েছে। বিসিএস ( প্রশাসন) ক্যাডারের সকল কর্মকর্তারা আসন্ন বৈশাখী ভাতা নিজেরা না নিয়ে করোনা প্রতিরোধের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন।
বাসা’র সভাপতি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং বাসা’র সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউসের হাতে গতকাল রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রধানমন্ত্রীর কার্ালয়ে চেক তুলে দেন।
আজ সোমবার দুপুরে শেখ ইউসুফ হারুন কালের কণ্ঠকে জানান, চেক হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী প্রশাসন ক্যাডারের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ধৈর্য সহকারে যার যার দায়িত্ব পালন করে করোনাভাইরাস মোকাবেলা করার আহবান জানান।