,

প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ফেনীর ২ হাজার অসহায় পরিবার

ফেনী প্রতিনিধি: ফেনী পৌর এলাকার দুই হাজার অসহায় পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ফেনী পৌরসভা প্রাঙ্গণে সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

এসময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ফেনী পৌরসভা মেয়র হাজী আলাউদ্দিন, প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটারসহ পৌরসভার কাউন্সিলররা।

জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় চলমান সাধারণ ছুটিতে নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। তাদের সহায়তায় প্রধানমন্ত্রীর উপহার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে।

ওয়াহিদুজজামান জানান, ফেনী পৌরসভায় বসবাসরত দুই হাজার পরিবারের জন্য দুই টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পৌর মেয়র তা কাউন্সিলরদের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।

সরকারি সহায়তা দেওয়া প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, মঙ্গলবার ষষ্ঠ ধাপে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। জেলার সব উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে সহায়তা বিতরণ করছেন।

ফেনী পৌরসভার মেয়র বলেন, প্রতি প্যাকেটে ১০ কেজি চাল ছাড়াও দুই কেজি আলু ও এক কেজি ডাল রয়েছে। পৌরসভার কাউন্সিলররা স্ব স্ব এলাকায় বিতরণ করবেন।

প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার জানান, প্রত্যেক ওয়ার্ডে অসহায় মানুষের তালিকা করা হয়েছে। তালিকাবদ্ধ পরিবারগুলোকে খাদ্যসামগ্রী দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর