,

প্রতিশোধ নিতে যুবকের কান কেটে নিয়ে উল্লাস!

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিশোধ নিতে এক যুবকের কান কেটে নিয়ে প্রকাশ্যে উল্লাস করেছে প্রতিপক্ষ। ভুক্তভোগী যুবকের নাম সোহাগ সরদার (২৫)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে এঘটনা ঘটে।

আহত সোহাগকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী যুবক জানান, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে এদিন বিকেলে বাস কাউন্টারে গিয়েছিলেন তিনি। হঠাৎ প্রতিবেশী রাজিব শেখের নেতৃত্বে ৮-১০ জন তার ওপর হামলা চালায়। মারধর করে তারা ধারালো অস্ত্র দিয়ে বাঁ কান সম্পূর্ণভাবে কেটে নিয়ে পলিথিনে ঢুকিয়ে উল্লাস করতে করতে ঘটনাস্থল থেকে চলে যায়।

তার অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজিব শেখ তার স্ত্রীকে উত্যক্ত করে আসছিলো। প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সে এঘটনা ঘটিয়েছে।

তবে স্থানীয়রা জানান, রাজিব শেখের সঙ্গে প্রতিবেশী সোহাগ সরদারের স্ত্রীর ‘অনৈতিক’ সম্পর্ক ছিলো। বিষয়টি টের পেয়ে গত ৬ মে রাজিব শেখের কান কেটে দেয় সে। প্রতিশোধ নিতেই রাজিব এঘটনা ঘটিয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি এ.কে.এম এনামুল কবীর বলেন, কান কাটার ঘটনা শুনেছি। এখনও থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর