,

প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বাকপ্রতিবন্ধী ও ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষকের নাম আসাদুজ্জামান।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের নিয়ামতনগর মহল্লায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মসজিদপাড়া মহল্লার রেজাউল ইসলামের ছেলে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩য় শ্রেণির বাকপ্রতিবন্ধী এক ছাত্রীকে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় প্রধান শিক্ষক আসাদুজ্জামান। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দরজা খুলে ওই ছাত্রীকে উদ্ধার করে। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে আসাদুজ্জামানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর