,

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে আগুন দেয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে নিজের ঘরে নিজেরাই আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর পাঁয়তারার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার উপজেলার খলিশাখালী গ্রামের খেলার মাঠে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার কুসুমদিয়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী নিজামুল হক।

তিনি বলেন, আমি গত ৫ মাস আগে রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডেভিড সুরঞ্জন বিশ্বাসের কাছ থেকে একটি জমি কিনি। দীর্ঘদিন হলেও জমিটি আমাকে বুঝিয়ে দেয়নি। এরপর ওই সাবেক চেয়ারম্যান ওই জমিতে কাটা তারের বেড়া দিতে গেলে আমি বাঁধা দেই। গত মঙ্গলবার বাঁধা উপেক্ষা করে প্রভাবশালী ওই সাবেক চেয়ারম্যান জমিতে কাঁটা তারের বেড়া দেন। ৮ এপ্রিল দিবাগত রাতে তার বাড়িতে কে বা কারা আগুন দেয়। কিন্তু ডেভিড সুরঞ্জন বিশ^াস জমিতে বেড়া দিতে না পেরে ক্ষিপ্ত হয়ে আগুন দেওয়ার ঘটনার সাথে আমাকে ও তার প্রতিবেশি হাসানুর রহমান হাসু, দুই সহোদর গৌতম বিশ্বাস ও এবং গোকুল বিশ্বাসকে জড়িয়ে বিভিন্ন ধরণের বক্তব্য দেন। আমাদের বিরুদ্ধে তার বাড়িতে আগুন লাগানোর মিথ্যা অভিযোগ করেন।

ভুক্তভোগী নিজামুল হক আরও বলেন, এমনকি ওই সাবেক ইউপি চেয়ারম্যান এরআগেও কয়েকবার নিজ বাড়ীতে ও গীর্জার পাশে আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাই।

এই বিভাগের আরও খবর