,

প্রতারক চক্রের দুই সদস্য আটক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় সুইজারল্যান্ডের সুইচ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কাবিলের বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের মালিবাড়ি গ্রামের ভোলা শেখের ছেলে সোহরাব হোসেন (৪৯), অন্যজন একই ইউনিয়নের পশ্চিম কোমরনই গ্রামের আ. মান্নান (৩৮)।

এ সময় তাদের কাছ থেকে  থেকে ১টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড, ১৫টি ভোটার আইডি কার্ড এবং বিভিন্ন শর্তাবলি সংযুক্ত একটি চুক্তিপত্র উদ্ধার জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

এই বিভাগের আরও খবর