জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারের এলজিএসপি প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনায় জালালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বরখাস্ত হওয়া চেয়ারম্যান সুলতান মাহমুদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
দুদকের করা দুর্নীতির এই মামলায় বুধবার সকালে জামিন নিতে জেলা ও দায়রা জজ আদালতে গেলে বিচারক ফজলে খোদা মো. নাজির তাকে কারাগারে পাঠান।
সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চেয়ারম্যান সুলতানের বিরুদ্ধে এলজিএসপির ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এই মামলা হয়েছে।
এর আগে গত ১৭ জানুয়ারি ইউনিয়ন পরিষদের টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান সুলতান ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য সালেহা বেগমকে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
পেশকার মনোয়ার জানান, এলজিএসপি ৩২ লাখ টাকা আত্মাসাতের ঘটনায় সুলতান মাহমুদ, সাহেলা বেগম ও সাবেক সচিব জিয়াউর করিমকে অভিযুক্ত করে গত ৫ জুলাই আদালতে চার্জশিট দেয় দুদক।