,

পেট্রোবাংলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় তেল কোম্পানির পেট্রোবাংলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে সকাল ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, পেট্রোবাংলা ভবনের ১৪ তলার দুটি ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লেগে থাকতে পারে।

এই বিভাগের আরও খবর