চকরিয়া (কক্সাবাজার) প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমণে নুরুল ইসলাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোররাত ৩টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়িয়াখালী ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষক নুরুল ইসলাম ওই এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে।
পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া জানান, ভোর রাতে কৃষক নুরুল ইসলাম ছলখোলার ঘিলাতলী এলাকায় তার পাকা ধান পাহারা দিচ্ছিলেন। এসময় হঠাৎ একদল বন্য হাতি এসে নুরুলের ধানক্ষেত নষ্ট করে এবং তার ওপর আক্রমণ করে। এতে নুরুল ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।