,

পুলিশের সঙ্গে ছিনতাইকারীর ‌‘বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ১

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের ‘বন্ধুকযুদ্ধ’র ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ছিনতাইকারী গুলিবিদ্ধ ও দুই পু্লিশ সদস্য আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে টাইগারপাস বালুরমাঠ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

পরে ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, দুইটি ছুরি উদ্ধার করা হয় এবং এক ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ ছিনতাইকারী খুলশী থানার মতিঝর্ণা এলাকার জালাল মাঝির ছেলে মো. রাজু (২৬) বলে জানিয়েছে পুলিশ। রাজুর বিরুদ্ধে মাদক, ডাকাতি ও হত্যাসহ একাধিক অভিযোগে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন ও কনস্টেবল গিয়াস।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী  বলেন, টাইগারপাস বালুরমাঠ এলাকায় ছিনতাইকারীদের গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ছিনতাইকারীরা। পু্লিশও পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয় এবং একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি ছুরি উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ ছিনতাইকারীকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় দু’পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান ওসি প্রণব চৌধুরী।

এই বিভাগের আরও খবর