,

পার্বতীপুরে জেঁকে বসেছে শীত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে জেঁকে বসেছে শীত। গতকাল রোববার সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। দুপুরের পর পথকে চলে সূর্যের লুকোচুরি খেলা। সকালের তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।

গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। রেলস্টেশন থেকে হেডলাইট জ্বালিয়ে ছেড়ে গেছে প্রতিটি ট্রেন। একই অবস্থা দেখা গেছে অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও।

তবে শীত এলেও এখন পর্যন্ত সরকারিভাবে কোনো কম্বল বিতরণ করা হয়নি। ফলে কষ্টে আছেন শহরের ভাসমান মানুষগুলো।

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্যাহ হেল মাফি বলেন, পার্বতীপুরে শীত জেঁকে বসতে শুরু করেছে।
উপজেলা ত্রাণ প্রকল্প কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, সরকারিভাবে পার্বতীপুরে ৫ হাজার কম্বল এসেছে। প্রতিটি ইউনিয়নে বিতরণের জন্য ৪৫০টি করে কম্বল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর