,

পাবনায় পুকুর থেকে কলেজছাত্রর লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে পুকুর থেকে ফিরোজ প্রামনিক (২০) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফিরোজ একাদশ শ্রেণির ছাত্র এবং উপজেলার দয়রামপুর গ্রামের আক্কাজ আলীর ছেলে।

শুক্রবার (১ নভেম্বর) বিকালে উপজেলার দয়রামপুর গ্রামের একটি পুকর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে দয়রামপুর গ্রামের আলেপ উদ্দিনের পুকুরে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাটি থানা পুলিশকে জানালে বিকালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে, ওই কলেজছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায়, চোয়াল ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর) সার্কেল সজীব শাহরিন ও থানার ওসি শেখ নাসীর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি শেখ নাসীর উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার রাতেই পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

এই বিভাগের আরও খবর