,

পাবনায় ছেলের পর এবার বাবা করোনায় শনাক্ত

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে আরও একজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনাক্ত হওয়া ব্যক্তির বাড়ি মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে। তিনি এর আগে করোনা শনাক্ত হওয়া নারায়নগঞ্জ ফেরত যুবক (৩২) এর বাবা। তার বয়স ৬০ বছর। তিনি তার ছেলের সংস্পর্শে এসেছিলেন। এ নিয়ে পাবনায় দুইজনের করোনা পজিটিভ হলেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান শনিবার (১৮ই এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে জানান, ইতিমধ্যে গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ওই রোগীকে পরিবার থেকে আলাদা করে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

রবিবার (১৯শে এপ্রিল) সকালে তার স্বাস্থ্য পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এই বিভাগের আরও খবর