,

পাবনায় কোরবানির মাংস বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় কোরবানির মাংস বিতরণ করাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার খানমরিচ ইউনিয়নের মণ্ডুমালা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার ঈদুল আজহার নামাজ শেষে সন্ধ্যায় মণ্ডুমালা গ্রামে কোরবানির মাংস নিয়ে গ্রামের মসজিদে হাজির হন আবু বক্কার ও একই গ্রামের ওসমান গণি।

এ সময় ওই মাংস সমাজের মধ্যে বিতরণ করাকে কেন্দ্র করে বিতর্ক দেখা দেয়। এ সময় গ্রামের সমাজভুক্ত পরিবারগুলো দুভাগে বিভক্ত হয়ে বিবাদে জড়িয়ে পড়ে। বিষয়টি অমীমাংসিত অবস্থায় যে যার বাড়ি চলে যান।

ওই বিবাদের জের ধরে মঙ্গলবার দুপুরে উভয়পক্ষের মধ্যে আবার বচসা বাধে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে ১১ জনকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহতাবস্থায় হোসেন আলীকে (৮২) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) নাজমুল হক বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এই বিভাগের আরও খবর