কিশোরগঞ্জ ব্যুরো: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ছোট ভাইয়ের হাতে মেনু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার চর ফরাদি ইউনিয়নের চরকুর্শা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেনু মিয়া একই গ্রামের আব্দুল আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ফসলের জমিতে পানি সেচের বিরোধের জের ধরে দুপুর ১২টার দিকে ছোট ভাই খালেক ও ভাতিজা রনির সঙ্গে ঝগড়া বাধে।
এক পর্যায়ে তারা বাবা-ছেলে মিলে মেনু মিয়ার ওপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে মেনু মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মেনু মিয়ার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মালেক খসরু খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেনু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।