,

পাটখড়ি শুকাতে গিয়ে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তার পাশে পাটখড়ি শুকানোর সময় বাস চাপায় ফজুরুন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজুরুন বেগম ঘোনাপাড়ার পূর্বপাড়া গ্রামের মৃত সুরুজ শেখের স্ত্রী।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আবুনাঈম মোহাম্মাদ মোফাজ্জেল হক জানান, ওই বৃদ্ধা বাড়ির সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে পাটখড়ি শুকাচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও খবর