সোমবার (৬ই এপ্রিল), এক বিজ্ঞপ্তিতে উপসচিব সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে সব মুসল্লিকে ঘরে নামায আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। আরও বলা হয়, মসজিদে পাঁচ ওয়াক্তের নামাজে ৫ জনের বেশি শরীক হতে পারবেন না। আর, জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন অংশ নিতে পারবেন। মসজিদে ওয়াক্ত জামাতে কেবল খতিব, ইমাম, মুুয়াজ্জিন ও খাদেমগণ অংশ নিতে পারবেন। আর নামাজের সময় বাইরের মুসল্লি মসজিদের ভিতরে জামাতে অংশ নিতে পারবেন না। জুমার নামাজের পরিবর্তে ঘরে যোহরের নামাজ আদায়ের নির্দেশ দেয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিলের মত গণজমায়েতের আয়োজন করা যাবে না। অন্য ধর্মের অনুসারীদেরও ঘরে থেকে উপাসনার নির্দেশ দেয়া হয়েছে। কোন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের জন্য সমাবেত হওয়া যাবেনা। সরকারি এই নির্দেশনা অমান্য করে ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানে সমবেত হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আর, মোট ১২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।