গণনা পদ্ধতি পরিবর্তন হওয়ায় এবার চূড়ান্ত ফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে। করোনার কারণে এবার কাউন্টিং হলের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।
২৯২টি আসনের জন্য ২৩টি জেলায় ১০৮টি গণনাকেন্দ্রে ৭০৬টি কাউন্টিং হল করা হয়েছে। প্রথমে ব্যালট পেপার গণনা হবে। পরে ইভিএমের ভোট গণনা হবে। নিরাপত্তা নিশ্চিতে গণনাকেন্দ্রের বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যটিতে আট দফার নির্বাচন শেষ হয় বৃহস্পতিবার।
পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন ২৯৪টি। প্রার্থীর মৃত্যুতে দুটি আসনে ভোট না হওয়ায় এবার কোনো দল ১৪৮ আসন পেলেই সরকার গঠন করতে পারবে।