,

পরিবহন ধর্মঘটে গোপালগঞ্জে সাধারণ মানুষের চরম ভোগান্তি

পথে পথে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।

গোপালগঞ্জ প্রতিনিধি: আট দফা দাবিতে শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের প্রথম দিনে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কসহ অভ্যন্তরীণ ১৬ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ রবিবার সকাল ৬টা থেকে জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকেরা। ফলে গোপালগঞ্জের সাথে ঢাকা, খুলনা, বরিশাল, মাদারীপুরের সড়ক যোগাযোগ সরাসরি বন্ধ রয়েছে।

এ ছাড়া অভ্যন্তরীণ রুটে লোকাল বাস ও দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। ধর্মঘটের ফলে পথে পথে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। বিকল্প উপায়ে অটোরিকশা, ভ্যান ও ইজিবাইকে করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। এর জন্য গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া।

আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাসু শেখ।

এই বিভাগের আরও খবর