মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের পাল সিএনজি ফিলিং স্টেশনের পশ্চিম পাশ থেকে গতকাল শুক্রবার সকালে দু’হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই সময় নিহতের পকেটে কর্মস্থলের পরিচয়পত্র পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে সন্ধ্যার পর নিহতের পরিচয় পাওয়া গেছে।
নিহত ব্যক্তি আকিজ গ্রুপের ‘ইউনাইটেড ঢাকা টোব্যাকো কম্পানি’র বিতরণ বিভাগের সিনিয়র অফিসার ছিলেন। সে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভোজেরডাঙ্গী গ্রামের মৃত আবদুর রহমান মাতবরের ছেলে। তিনি স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে গাজীপুরের টঙ্গীর শহীদ কিয়ামুদ্দিন মাষ্টার রোড মোল্লার গ্যারেজ এলাকার আলম হাজীর বাসায় ভাড়া থাকতেন।
নিহতের বোন জান্নাতুল ফেরদৌস জানায়, গত বুধবার তার ভাই স্ত্রী ও ছেলে-মেয়েকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেন। গতকাল শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ে তার স্ত্রীকে মোবাইল ফোনে জানিয়ে দেন টঙ্গী থেকে এখন ফরিদপুরের উদ্দেশে হলাম। নিহতের স্ত্রী সম্পা জানান, সকাল ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহতের হাতে পায়ে নীলাফুলা জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানান,মামলার তদন্ত কর্মকর্তা এস আই ভজন রায়।
এ ব্যাপারে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, হত্যার ধরণ দেখে মনে হয়েছে এটা পরিকল্পিত। আসামি শনাক্তের চেষ্টা চলছে।