,

পদ্মা সেতু উদ্বোধন: এগোল এসএসসির পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতু উদ্বোধনের দিন এসএসসির পরীক্ষা হবে না। পরীক্ষাটি এক দিন এগিয়ে ২৪ জুন নেয়া হবে।

সচিবালয়ে রোববার সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হবে। এ উপলক্ষে মাদারীপুরের শিবচরে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ মানুষের সমাগমের আশা করছে ক্ষমতাসীন দল। এমন বাস্তবতায় পরীক্ষা এগোনোর খবর দিলেন মন্ত্রী।

দীপু মনি বলেন, ‘এসএসসি পরীক্ষা উপলক্ষে সারা দেশে কোচিং সেন্টার বন্ধ থাকবে ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত।

‘কোচিং বা প্রাইভেট পড়া মানেই মন্দ নয়, কিন্তু সেসবকে কেন্দ্র করে অনৈতিক চর্চা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সব শিক্ষার্থী স্কুল-কলেজের ক্লাস থেকে সমানভাবে শিখতে পারে না। তাদের কোচিং বা প্রাইভেট পড়তে হয়।’

চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৯ জুন, চলবে ১৩ জুলাই পর্যন্ত।

বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে এবারের এসএসসি। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত। ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে নিতে হবে ব্যাবহারিক পরীক্ষা। সব পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১২টায়।

এই বিভাগের আরও খবর