নিজস্ব প্রতিবেদক: ছুটির দিনে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকাল সোয়া ৮টায় তিনি গণভবন থেকে রওনা হন। তার গাড়ি বহর বরাবরের মতোই টোল পরিশোধ করে পদ্মা সেতু পার হয়।
প্রধানমন্ত্রীর পারিবারিক এই সফর সম্পর্কে নিশ্চিত করেছেন তার প্রেস উইংয়ের কর্মকর্তারা।
সকাল সোয়া ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ফরিদপুরের ভাঙ্গা পার হয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, এটি প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সফর।