,

পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

চাঁদপুর প্রতিনিধি: ইলিশের জাটকা সংরক্ষণে দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ (শুক্রবার) মধ্যরাত থেকে পদ্মা-মেঘনাসহ নদীতে শুরু হচ্ছে ইলিশ মাছ ধরা। তবে অন্যান্য বছরের তুলনায় নিষিদ্ধ সময়ে এবার নদীতে জাটকা নিধন হয়েছে ব্যাপক হারে।

প্রশাসন করোনাভাইস সংক্রমণ রোধে ব্যস্ত থাকায় অন্যান্য বছরের মতো নদীতে কঠোর অভিযান চালানো যায়নি।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি রোটারিয়ান আবদুল বারী মানিক জমাদার জানান, এবার অভিযান ছিল ঢিলেঢালা। করোনার সুযোগ নিয়ে অসাধু জেলেরা জাটকা নিধন করেছে বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি।

চাঁদপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, আমরা জাটকা নিধন রোধ এবং করোনায় অন্যান্য যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য ৩টি বড় লঞ্চ নদীতে নামিয়েছি। কিন্তু এই সুবিশাল নদী অঞ্চলে জাটকা নিধন রোধে এত বড় নৌযানে কাজ হয় না, লাগে ছোট স্পিডবোট। কিন্তু ওই বোট আছে মাত্র একটি।

চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য বলেন, করোনার কারণে প্রশাসন ব্যস্ত থাকায় এবার অভিযানে কিছুট সমস্যা হয়েছে এটি ঠিক, তবে আশা করি ইলিশের উৎপাদন আগামীতে আরও বাড়বে।

এই বিভাগের আরও খবর