,

নয় মাস ১০ দিনে করোনায় মৃত্যু ৭৫০৯

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে করোনাভাইরাসের মৃতের সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত সতের দিনে মারা গেছে পাঁচ শতাধিক করোনা রোগী। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৫০৯ জন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১২ ডিসেম্বর তা সাত হাজার ছাড়ায়। আর একদিনে সর্বােচ্চ ৬৪ জন মারা যায় গত ৩০ জুন।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১১ হাজার ২৬১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ২৪৫ জন রোগী সুস্থ হয়েছেন। এই নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চার্ট অনুযায়ী, বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় ৩৩তম।

মঙ্গলবার বিকেল পর্যন্ত বিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৮ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৩৯৫ জন; মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৬ হাজার ৯৯৭ জন।

এই বিভাগের আরও খবর