নড়াইল প্রতিনিধি: রাইস মিলে ধান ভাঙানোর সময় ফিতায় জড়িয়ে নড়াইলে তাপস বাড়ই (৪১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার সিঙ্গাশোলপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত তাপস বাড়ই কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের হাড়িয়াগোপ গ্রামের নির্মল বাড়ইয়ের ছেলে।
নিহতের ভাই দীপক জানান, তাপস বাড়ই সিঙ্গাশোলপুর বাজারের মশিয়ার রহমানের রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার দুপুরের দিকে মিলে ধান ভাঙানোর সময় অসাবধানতাবশত মিলের ফিতায় জড়িয়ে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। একপর্যায়ে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে এ ঘটনায় খোজ-খবর নেওয়া হচ্ছে।’