,

নড়াইলে অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

শরিফুল ইসলাম, নড়াইল: নড়াইলে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৮-১৯।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে সোমবার (০৭ জানুয়ারী) দুপুরে বীর শ্রেষ্ট নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

ক্রিকেট পরিষদের সভাপতি আয়ুব খান বুলুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রওশন আরা কবির লিলি, ইউসুফ আহমেদ, সহ-সম্পাদক কৃঞ্চ পদ দাস, ক্রিকেট পরিষদের সম্পাদক আব্দুর রশীদ মন্নু, এ্যাড. আজিজুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ক্রীড়াঙ্গণে বাংলাদেশ এগিয়ে চলেছে। তরুণদের উচিত খেলাধূলার প্রতি মনেযোগী হওয়া। খেলাধূলার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ্য থাকা যায়। পাশাপাশি মাদকসহ নানা ধরণের অপরাধ প্রবণতা কমতে পারে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়া প্রয়োজন। ফুটবল, ক্রিকেট, হাডুডু টেবিল টেনিসসহ নানা ধরণের খেলাধুলার মধ্য দিয়ে মাশরাফি বিন মুর্তজার মতো আরো নতুন নতুন খেলায়োড়ের সৃষ্টি হবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উদ্বোধনী খেলায় বাগেরহাট জেলা টসে জয়লাভ করে প্রথম ৪৭.৪ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৭৮ রান করে।

জবাবে সাতক্ষীরা জেলা ৩৮.১ ওভারে সব ইউকেট হারিয়ে ১০৪ রান করে। বাগেরহাট ৭৪ রানে সাতক্ষীরাকে পরাজিত করে শুভ সূচনা করে। ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা-

২০১৮-১৯ নড়াইল ভেন্যুতে বাগেরহাট জেলা, মাগুড়া জেলা ও সাতক্ষীরা জেলা অংশগ্রহন করছে। আগামী ১৩ জানুয়ারী পযর্ন্ত নড়াইল ভেন্যুতে ডবল লীগ পদ্ধতিতে জেলা গুলি পরস্পরের মুখোমুখি হবে।

এই বিভাগের আরও খবর