,

নড়াইলের লোহাগড়ায় সাংবাদিকের বসতবাড়ি ভাঙচুর

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামে সাংবাদিক সেলিম জাহাঙ্গীরের বসতবাড়ি ভাঙচুর করেছে তার প্রতিপক্ষরা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর গ্রামে দীর্ঘদিন ধরে দুলাল ঠাকুর গ্রুপ ও হেমায়েত হোসেন হিমু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে প্রথমে ২০১৬ সালের ১৬ আগস্ট পারমল্লিকপুর গ্রামের মৃত মকসেদ মৃধার ছেলে কলা ব্যবসায়ী নূর ইসলামকে গ্রাম্য দলীয় প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে।

ওই সময় অন্তত ১৫ জন আহত হয়। পরে ওই হামলায় আহত একই গ্রুপের চিকিৎসাধীন ইকবাল মৃধাও মৃত্যুবরণ করে। পরবর্তীতে ২০১৮ সালের ২১ এপ্রিল ঠাকুর গ্রুপের মৃত মকিম মৃধার ছেলে খায়ের মৃধা প্রতিপক্ষের হামলায় খুন হন।

এসব ঘটনায় লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সব মামলাই বিচারাধীন। প্রথম হত্যাকাণ্ডের পরে ঠাকুর গ্রুপের লোকজন দীর্ঘদিন গ্রামছাড়া ছিল। আবার একইভাবে খায়ের মৃধা হত্যাকাণ্ডের পর হিমু গ্রুপের লোকজন গ্রামছাড়া হয়ে পড়ে।

ওই গ্রাম্য কোন্দলের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুলাল ঠাকুর গ্রুপের লোকজন হিমু গ্রুপের সদস্য ও লোহাগড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি সেলিম জাহাঙ্গীরের বাড়ি ভাঙচুর করে। সেলিম জাহাঙ্গীর ভোরের ডাক পত্রিকার স্থানীয় প্রতিনিধি।

এ ঘটনায় লোহাগড়া থানার এসআই সবুর বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর