,

‘নৌকায়’ করে সেতু পার হলেন তিনি

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ: নৌকায় করে সেতু পার হওয়া যায়! এমন অদ্ভুত কাণ্ড করেছেন রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর এলাকার বাসিন্দা ছদরুল আমিন। তিনি সুনামগঞ্জবাসীর স্বপ্নের রানীগঞ্জ সেতুর উপর দিয়ে বিশেষ কায়দায় তৈরি নৌকায় করে পার হয়েছেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সেতু উদ্বোধনের পরেই তিনি ‘নৌকা’ চালিয়ে সেতু পার হন।

তবে তার এই বিশেষ নৌকাটি বানানো হয়েছে মোটরসাইকেলের উপর। তার তৈরি এই বিশেষ বাহন দেখতে ভিড় করেছেন অনেকে।

এ বিষয়ে ছদরুল আমিন বললেন, শিশু-কৈশোর কাটিয়েছি তখন নৌকা ছাড়া কোন বাহন ছিল না। এখন বাড়ির পাশ দিয়ে আন্তঃজেলা বাস চলবে। স্বপ্নটি অনেক আনন্দের। মনে হলো এই স্বপ্নের সঙ্গে ছোট বেলার বাস্তব অবস্থার সমন্বয় ঘটাবো। একইসঙ্গে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকাই যে পশ্চাৎপদ এলাকার চিত্র বদলে দিতে পারে সেটি বুঝাবো। এজন্য নিজের মোটরসাইকেলের উপর বিশেষ কায়দায় নৌকা বানিয়ে স্বপ্নের সেতু পার হবার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, সুনামগঞ্জবাসীর অনেকদিনের স্বপ্ন ছিল এই রাণীগঞ্জ সেতুটি। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত ধরে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে এজন্য খুব খুশি লাগছে।

এই বিভাগের আরও খবর