নিজস্ব প্রতিবেদক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ভোটাররা সবাই শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং নতুন সরকার গঠন করবেন।
শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বেনজীর আহমেদ বলেন, ‘ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। নির্বাচনে অতীতের মতো সাংবাদিক ও র্যাব এক সঙ্গে কাজ করবে। সেক্ষেত্রে কোনো বাধা হবে না।’
ক্রাইম রিপোর্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ফিন্যান্সিয়াল ও সাইবার ক্রাইম বাড়ছে। মিথ্যা কথা ও প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। অস্বস্তিকর, বিরক্তিকর প্রোপাগান্ডা ছড়ানোকারীরা বিকারগ্রস্ত। কিছুসংখ্যক মানুষের ওই প্রোপাগান্ডা ছড়ানোয় তারা অসহায়ত্ব ও কুরুচির বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। আবার ফিন্যান্সিয়াল ক্রাইমের ক্ষেত্রে অনেক অপরাধ হচ্ছে যা সাদা চোখে দেখা যায় না। আর্থিক খাতে প্রতারণা হচ্ছে। যা আপনাদের সঠিকভাবে তুলে ধরতে হবে।’