,

নির্বাচনী সহিংসতায় সারা দেশে আহত ৮৫

বিডিনিউজ ১০ ডটকম ডেস্ক: নির্বাচনী সহিংসতায় সারা দেশে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ৮৫ জন আহত হয়েছেন। সাতক্ষীরায় স্থানীয় একটি পত্রিকার সম্পাদককে নৌকা প্রতীকের অফিসে মারধর করে তার মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ তিন বিএনপি নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেছে সন্ত্রাসীরা। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে নৌকা ও ধানের শীষের নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ঢাকার আশুলিয়া ও চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগ ও যুবলীগের দু’পক্ষের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়েছে।

এদিকে বিভিন্ন অভিযোগে যশোরে ধানের শীষের প্রার্থী আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেনসহ সারা দেশে বিএনপি-জামায়াতের অন্তত ৫০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যুগান্তর রিপোর্ট, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বেনাপোল : শুক্রবার সকালে শার্শা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলমগীর কবির ও বসতপুর বিএনপি নেতা নজরুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক পিটিয়েছে ৬-৭ জন চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

নোয়াখালী : ৬ (হাতিয়া) আসনের জাহাজমারা ও চর ঈশ্বর ইউনিয়নে ধানের শীষের প্রচার মাইক ছিনিয়ে নেয়া হয়েছে। নিঝুম দ্বীপ ইউনিয়নে বিএনপির পোস্টার লাগাতে বাধা এবং ১০ নেতাকর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় দিকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর কর্মী আবদুল্লাহ আল মামনু সারোয়ার, সামছুসহ ২০-২৫ জন সন্ত্রাসী এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন মোহাম্মদ আলী।

সাতক্ষীরা : নির্বাচনী খবর সংগ্রহ করতে গিয়ে শ্যামনগরে আওয়ামী লীগ নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন সাতক্ষীরার দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান। তাকে মারধর করে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। শুক্রবার বিকাল ৩টার দিকে শ্যামনগর বাজার ট্রাক টার্মিনালে নৌকার নির্বাচনী প্রচার ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আহত হাবিবুর রহমান জানান, মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধার নির্দেশে কয়েকজন যুবক তাকে বেধড়ক মারধর করে মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয়। এ বিষয়ে শ্যামনগর থানার সেকেন্ড অফিসার দীপ্তেশ রায় বলেন, আমরা হাবিবুর রহমানকে সম্মানের সঙ্গে থানায় নিয়ে এসেছি। বিষয়টির সম্মানজনক নিষ্পত্তি করার চেষ্টা চলছে।

চট্টগ্রাম : বাঁশখালীতে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর পথসভায় হামলা হয়েছে। হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জন গুলিবিদ্ধ বলে জাতীয় পার্টির পক্ষে দাবি করা হয়েছে। এ সময় মাহমুদুল ইসলাম চৌধুরীর ব্যক্তিগত গাড়ি ভাংচুর করা হয়। শুক্রবার বিকেল ৫টার দিকে বাঁশখালী থানার চাম্বল বাজারে এ ঘটনা ঘটে। হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে জাতীয় পার্টি।

এদিকে পটিয়ায় বাঁশের তৈরি একটি নৌকা প্রতীকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে উপজেলার হাইদগাঁও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : বৃহস্পতিবার রাতে উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের যুবলীগ নেতা পলাশ মোটরসাইকেলে নির্বাচনী কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় তার গতিরোধ করেন যুবলীগ নেতা ও পারকৃষ্ণপুর-মদনা ইউপির সদস্য খাইরুল বাশার। পরে উভয়পক্ষের সংঘর্ষে খায়রুলসহ ২ জন আহত হয়েছেন। পলাশের মোটরসাইকেলে আগুন দেয় খায়রুলের লোকজন।

কেশবপুর (যশোর) : নৌকার নির্বাচনী সভা থেকে ফেরার পথে শুক্রবার দুপুরে দুর্বৃত্তদের হামলায় রাজীব খান নামে এক যুবলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। দুর্বৃত্তরা পিটিয়ে তার হাত-পা ভেঙে দিয়েছে। তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চৌহালী (সিরাজগঞ্জ) : ৫ (বেলকুচি-চৌহালী) আসনে নৌকার গণসংযোগে বিএনপি নেতাকর্মীরা হামলা ও ভাংচুর করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার এনায়েতপুর থানার গোপরেখী মহল্লায় এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন বলেও দাবি করা হয়। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা (রাজশাহী) : বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চণ্ডিপুর বাজারে ধানের শীষের ৫ জন সমর্থককে পিটিয়ে জখম করা হয়েছে। নৌকা সমর্থক শরিফুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ বিষয়ে বাঘা থানার ওসি মহসীন আলী বলেন, ঘটনা জানার পর ঘটনাস্থলে অফিসারকে পাঠিয়েছিলাম। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

গাজীপুর ও কালীগঞ্জ : বিএনপির প্রার্থী কারাবন্দি ফজলুল হক মিলনের স্ত্রী শম্পা হকের প্রচারে বাধা, গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে গাজীপুর মহনগরের মাজুখান বাজারের কাছাকাছি এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন অন্তত ৪ নেতাকর্মী। পুলিশ যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে। এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. দেওয়ান মো. হুমায়ুন কবিরের কার্যালয়ে অভিযোগ দেয়া হয়েছে।

আশুলিয়া (ঢাকা) : ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী ডা. এনামুর রহমানের নির্বাচনী প্রচার চালানোর সময় যুবলীগের সাবেক ও বর্তমান দুই গ্র“পের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৭ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নাটোর : সিংড়ায় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের প্রচারে আওয়ামী লীগের লোকজনের হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের একডালা বাজারে এ ঘটনা ঘটে। দাউদার মাহমুদ বলেন, একডালা বাজারে ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম হোসেন বাদশার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা করে। এ সময় বিএনপির ৪ নেতাকর্মী আহত হয়েছেন।

মনপুরা (ভোলা) : মনপুরায় আওয়ামী লীগ প্রার্থীর পোস্টার লাগানোর সময় স্থানীয় মৎস্যজীবী লীগ নেতা খোরশেদকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেল ৫টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝেরকাঠি বাজারে এ ঘটনা ঘটে।

বরিশাল : ৫ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক শামিমের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর উত্তর পশ্চিমপ্রান্ত গণপাড়া আবেদ খাঁ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘাটাইল (টাঙ্গাইল) : উপজেলার নবগঠিত লক্ষিণদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বেহুলা গ্রামে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের অস্থায়ী নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নওগাঁ : আত্রাই উপজেলা থেকে চারটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নির্মাণাধীন বেইলি ব্রিজ এলাকা ও খোলাপাড়া ঈদগাহ মাঠ থেকে এগুলো উদ্ধার করা হয়।

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রায়গঞ্জ বাজারে বৃহস্পতিবার রাতে ধানের শীষ প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। অপর দিকে আওয়ামী লীগ অফিসেও ভাংচুরের অভিযোগ উঠেছে।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) : সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের বাড়িতে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে মানিক সরকার বাদী হয়ে সখিপুর থানায় মামলা করেছেন। এতে সখিপুর থানা যুবদলের সভাপতি মাসুম বালা ও সাধারণ সম্পাদক রাজিব সরদারসহ অন্তত ৮৫ জনকে আসামি করা হয়েছে।

ঠাকুরগাঁও : সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুর এবং বিএনপির অফিসে হামলা ও বিএনপি নেতার মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের এ দুই ঘটনায় পরস্পরকে দায়ী করেছে আওয়ামী লীগ-বিএনপি।

কুমিল্লা ও বুড়িচং : ৫ আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক মো. ইউনুসের কুমিল্লা নগরীর বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা অধ্যাপক ইউনুসের ব্যবহৃত গাড়িটি ভাংচুর এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে নগরীর তালপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট : ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগে বিএনপির অজ্ঞাতনামা দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আওয়ামী লীগ কর্মী ইদ্রিস আলী বাদী হয়ে এ মামলা করেন। গোয়াইনঘাট থানার ওসি আবদুল জলিল যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের সমর্থকরা হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আটাবহ ইউনিয়নের হিজলহাটি ফার্ম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর