,

‘নিজ ঘরে তারাবি নামাজ আদায় করুন’

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ঘোষণামতে আসন্ন পবিত্র রমজানুল মোবারকের তারাবি নামাজ নিজ নিজ ঘরে আদায়ের জন্য কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পীর ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও নোভেল করোনাভাইরাস সর্বত্র ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ইতোমধ্যে সরকারি ছুটি ঘোষণা করেছে এবং সর্বত্র সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে।

প্রধানমন্ত্রীর তারাবির নামাজ ঘরে আদায়ের ঘোষণার আলোকে বলেন, তারাবি মূল নামাজ সুন্নাতে মুয়াক্কাদাহ্, আদায় না করলে গোনাহ হবে। তবে, জামাত সহকারে আদায় করা সুন্নাতে মুয়াক্কাদাহ্ আলাল কিফায়াহ্। মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং সংশ্লিষ্ট কয়েকজন মিলে তারাবির নামাজ জামাতে আদায় করলে সুন্নাতে মুয়াক্কাদাহ্ আলাল কিফায়াহ্ আদায় হবে এবং মহল্লার অবশিষ্ট মুসল্লিগন ঘরে তারাবির নামাজ আদায় করতে পারবে। (রদ্দুল মুহ্তার, আদ-দুররুল মূখতার, তারাবিহ অধ্যায়, ৬৫৯-৬৬০ পৃষ্ঠা এবং ফতোয়া-এ-আলমগিরী, তারাবিহ অধ্যায়, ৬০ পৃষ্ঠা)।

তিনি প্রধানমন্ত্রীর ঘোষণাকে শরীয়ত সম্মত উল্লেখ করে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শেখ করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত তারাবির নামাজ মসজিদের পরিবর্তে নিজ নিজ ঘরে আদায়ের বিষয়ে অভিমতের কথাও উল্লেখ করেন।

তিনি করোনাভাইরাসের মতো এ মহামারি থেকে পরিত্রাণ লাভের জন্য পবিত্র রমজানুল মোবারকের মূল ইবাদতের পাশাপাশি সাধ্যমতো খতমে কোরআন, খতমে ইউনুস, খতমে শেফা, সালাতুত তওবা আদায় এবং শেষ রাত্রে তাহাজ্জুদ আদায়ের মাধ্যমে রাসুলে পাক (দঃ) এর উছিলায় আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য মুসলিম ভাইদের প্রতি এবং সরকারের সকল নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য দেশের সকল নাগরিকের প্রতি আহবান জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর