কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: নিজের এক মাসের বেতনের টাকা দিয়ে খাদ্যসামগ্রী কিনে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি পৌছে দিয়েছেন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইকবাল খান।
শুক্রবার (৩ এপ্রিল) কাশিয়ানী উপজেলা সদর ও উপজেলার রাজপাট এবং শুক্তাগ্রামে ৪০টি হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সহায়তা পেয়ে বেশ খুশি দুস্থ ও অসহায় পরিবারগুলো।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল মিনিকেট চাল ১০ কেজি, ডাল ২ কেজি, আলু ৪ কেজি, পিয়াজ ২ কেজি, ভোজ্যতেল এক কেজি, লবন এক কেজি ও দুটি সাবান।
ডাঃ ইকবাল খান বলেন, ‘করোনা ভাইরাসের কারণে অনেক দিনমজুর, খেটে খাওয়া দরিদ্র মানুষ কাজ করতে না পেরে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের কথা চিন্তা করে নিজের বেতনের পুরো এক মাসের টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে অসহায়-দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেছি। এভাবে সবাই এগিয়ে আসলে দরিদ্র মানুষগুলো দু’বেলা দু’মুঠো খাবার খেতে পারতো। তাই খেটে খাওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি অনুরোধ।’
এছাড়া তিনি অবগত করেন, কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ফ্লু/ফিবার কর্ণার রয়েছে। যেখানে জ¦র, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।