গোপালগঞ্জ প্রতিনিধি: নারায়নগঞ্জ থেকে পালিয়ে গোপালগঞ্জে এসে বেসরকারি ওষুধ কোম্পানীর ম্যানেজমেন্ট বিভাগের কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার সরাইডাঙ্গা গ্রামে। তিনি এসিআই ফার্মাসিটিউক্যাল লিমিটেডের নারায়নগঞ্জ ডিপোর ম্যানেজমেন্ট বিভাগে চাকরি করেন।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ জসীম উদ্দীন জানান, আক্রান্ত ওই ব্যক্তি গত ৯ এপ্রিল কর্মস্থল নারায়নগঞ্জ থেকে পালিয়ে টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের নিজের বাড়িতে আসেন। তার সর্দি, জ্বর, গলাব্যাথাসহ কাশি ছিল। প্রতিবেশীরা এ বিষয়টি আমাদের অবহিত করে। পরে তার নমূনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়।
শনিবার রিপোর্ট হাতে পাওয়ার পর তার শরীরে করোনাভাইরাস পজেটিভ বলে নিশ্চিত হওয়া গেছে। তার সংস্পর্শে আশা স্বজন ও পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনে নেয়া হবে।
এছাড়া উপজেলা প্রশাসন ও পুলিশের সাথে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় করনীয় ঠিক করা হবে।