জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে অশ্লীল ভিডিও দেখিয়ে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে শওকত মিয়ার (৪৫) বিরুদ্ধে।
৭ এপ্রিল পুলিশ দেওয়ানবাগ কলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
জানা গেছে, ওই মাদ্রাসা ছাত্রী ও শওকত মিয়া আত্মীয়। ২৯ মার্চ রাতে দুইজন একই বাসায় ছিলেন। ৩০ মার্চ রাত সাড়ে ১২টায় মাদ্রাসা ছাত্রীকে ঘুম থেকে তুলে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মাদ্রাসা ছাত্রী বিষয়টি তার বাবা মাকে জানালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ শওকত মিয়াকে আটক করে দুপুরে আদালতে প্রেরণ করেছে। একই সঙ্গে ভিকটিম মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে।