,

নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন আজ

বিডিনিউজ ১০ ডেস্ক: আজ নায়ক রাজ রাজ্জাকের ৮০তম জন্মদিন। প্রয়াত এই নায়কের জন্মদিনে স্মৃতিচারণ করেছেন তার সহশিল্পীরা।

১৯৪২ সালের ২৩শে জানুয়ারি ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন রাজ্জাক। জন্মস্থান কলকাতায় সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় মঞ্চ নাটকে অংশ নেয়ার মাধ্যমে অভিনয় জীবনের শুরু নায়ক রাজ রাজ্জাকের।

১৯৬৪ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে পরিবার পরিজন নিয়ে ঢাকায় চলে আসতে বাধ্য হন তিনি। ১৯৬৬ সালের ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশী চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।

অভিনয় জীবনে বেহুলা, আগুন নিয়ে খেলা, এতটুকু আশা, নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, অশিক্ষিত, ছুটির ঘণ্টা এবং বড় ভালো লোক ছিলসহ ৩০০ বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি, সব মিলিয়ে ১৬টি চলচ্চিত্র পরিচালনা করেন নায়ক রাজ রাজ্জাক।

প্রয়াত এই নায়কের জন্মদিনে তার সহশিল্পীদের অনেকেই স্মৃতিচারণ করেছেন।

নায়ক রাজ রাজ্জাকের স্মৃতিচারণ করে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘তার জন্মদিনে আমি তাকে অত্যন্ত শ্রদ্ধায় এবং ভালোবাসায় স্মরন করছি। অসংখ্য স্মৃতি আছে তার সাথে। এরকম একজন গুনী অভিনেতার সাথে অভিনয় করাটা বড় সৌভাগ্যের ব্যাপার।’

অভিনয় শিল্পী (খলনায়ক) গাঙ্গুয়া বলেন, ‘আমার আসল নাম পারভেজ। কিন্তু চলচ্চিত্রে নাম গাঙ্গুয়া। কিন্তু রাজ্জাক ভাই আমাকে গাঙ্গু বলে ডাকতেন। রাজ্জাক ভাইয়ের কথা মনে পড়লেই চোখে জল এসে যাই।’

চিত্রনায়ক সুব্রত নায়ক রাজ রাজ্জাককে স্মরণ করে বলেন, ‘ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হয়, বড়দের কিভাবে সম্মান দিতে হয় তা রাজ্জাক ভাই থেকে শিখেছি। এবং তার শেখানো পথেই এখনো চলছি।’

সেলুলয়েডের ফিতায় নায়করাজের অসংখ্য চরিত্র আজও গেঁথে আছে দর্শকদের হৃদয়ে।

এই বিভাগের আরও খবর