,

নাতিকে বাঁচাতে গিয়ে নানিরও মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরে নাতিকে বাঁচাতে গিয়ে খালের পানিতে ডুবে নানি মমতাজ বেগম (৬০) ও নাতি সাইফিনের (৮) করুণ মৃত্যু হয়েছে।

শনিবার (১ মে) বেলা ১১টা দিকে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর গ্রামের প্রধানিয়া বাড়িতে ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বেপারী। মমতাজ বেগম ওই বাড়ির আব্দুল বারেক মিয়ার স্ত্রী ও নাতি সাইফিন হোসেন জাহিদ হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, শনিবার সকালে সাইফিন হোসেন অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের খাল পাড়ে খেলা করছিল। খেলতে খেলতে সকাল অনুমান ১০টার দিকে সাইফিন খালের পানিতে পড়ে যায়। এ দৃশ্য দেখে অন্য শিশুরা দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে তার নানি মমতাজ বেগম নাতিকে বাঁচানোর জন্য খালের পানিতে ঝাঁপ দেয়।

কিছুক্ষণ পর নানি-নাতি দুজনই পানিতে ভেসে উঠে। পরে বাড়ির লোকজন খালের পানি থেকে নানি ও নাতিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ডা. নুর হোসেন বান্না তাদের মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর