বিডিনিউজ ১০ ডটকম: ঝলমলে পরিষ্কার আকাশ ও রোদের আলোয় ইংরেজি নববর্ষের প্রথম দিন শুরু হয়েছে ঢাকায়। শীতের সকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ।
শুক্রবার (১ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, কোনো শৈত্যপ্রবাহ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।