বিডিনিউজ ১০, ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদলের গুঞ্জন চলছে। উত্তর ও দক্ষিণ দুই সিটিতেই মেয়র পদে নতুন মুখ আসতে পারে। সেক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের জায়গায় ঢাকা-১০ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি করপোরেশনের বর্তমান মেয়র আতিকুল ইসলামের জায়গায় আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানককে প্রার্থী করতে ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকদের মধ্যে চিন্তাভাবনা চলছে।
এ অবস্থায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গতকাল বুধবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজকালের মধ্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের কথা রয়েছে।
উত্তর সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আতিকুল ইসলাম গতকালই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দক্ষিণ সিটির বর্তমান মেয়র সাঈদ খোকন আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দলীয় মনোনয়ন ফরম তুলবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রগুলো বলছে, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নতুন প্রার্থী দেওয়ার বিষয়ে আগে থেকেই আলোচনা চলে আসছিল। এক্ষেত্রে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে তাপসকে বেশ আগে থেকেই প্রস্তুতি নিতে বলা হচ্ছিল। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশ ও ‘গ্রিন সিগন্যাল’ পেয়েই তিনি গতকাল দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে ৩০ নভেম্বর যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে তাপসকে সংগঠনটির চেয়ারম্যান করার গুঞ্জনও ছিল। পরে অবশ্য তাপসের বড় ভাই শেখ ফজলে শামস্ পরশকে ওই পদে নিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একইভাবে ঢাকা উত্তরেও মেয়র প্রার্থী বদলের সম্ভাবনা নিয়ে দলের মধ্যে আলোচনা রয়েছে। সেক্ষেত্রে বর্তমান মেয়র আতিকুল ইসলামের বদলে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানককে প্রার্থী করা হতে পারে। একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়নবঞ্চিত হওয়ার পর সাবেক এই প্রতিমন্ত্রী দলীয় কর্মকাণ্ডে অনেকটাই সক্রিয় রয়েছেন। সদ্যবিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে ভালো ভূমিকাও রেখেছেন তিনি। সর্বশেষ দলের ২১তম জাতীয় সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনে ভূমিকা রাখায় প্রশংসা কুড়িয়েছেন তিনি। এসব কারণেই তাকে এবারের সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিতে পদোন্নতি দিয়ে সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে।
অবশ্য এর আগে ঢাকা উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলামকে আবারও ঢাকা উত্তর সিটিতে দলের মনোনয়ন দেওয়ার আলোচনাও ছিল। সর্বশেষ দলের এ অবস্থান পরিবর্তন করে সেখানে নানককে প্রার্থী করার জোর আলোচনা সামনে চলে এসেছে। বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে প্রয়াত মেয়র আনিসুল হকের স্থলাভিষিক্ত হন।
এদিকে ঢাকা দক্ষিণ সিটিতে ব্যারিস্টার তাপস ছাড়াও ঢাকা-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান মেয়র আতিকুল ইসলামও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আর আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের প্রথম দিন গতকাল উত্তর ও দক্ষিণ সিটি মিলিয়ে মোট আটজন মেয়র প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে উত্তরে চারজন এবং দক্ষিণে চারজন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। মনোনয়ন ফরম বিক্রির নির্ধারিত সময় বিকেল ৫টা পর্যন্ত ফরম সংগ্রহ করেন তারা।
আগামী ৩০ জানুয়ারি একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আর এই নির্বাচনের প্রার্থী বেছে নিতে গতকাল বুধবার থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীরা আগামীকাল শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ১০ হাজার টাকার বিনিময়ে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। এরপর শনিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকেই চূড়ান্ত হবে আওয়ামী লীগের হয়ে কোন দু’জন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে লড়বেন।
উত্তরে যারা আওয়ামী লীগের ফরম তুললেন: মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের প্রথম দিন গতকাল ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন এবং ছোট ভাই আবু মাহমুদ খান মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ ছাড়া এই সিটির মেয়র পদে ফরম সংগ্রহ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, ভাসানটেক থানা আওয়ামী লীগের সহসভাপতি মেজর (অব.) ইয়াদ আলী এবং শহীদ পরিবারের সন্তান অধ্যাপক জামান ভূঁইয়া।
দক্ষিণে মনোনয়নপ্রত্যাশী যারা: ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে মোট চারজন মনোনয়নপ্রত্যাশী গতকাল দলীয় মনোনয়ন ফরম তুললেও সবচেয়ে আলোচিত বিষয়ই ছিল ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মনোনয়ন ফরম সংগ্রহ। বিকেল ৩টায় তাপসের পক্ষে ফরম সংগ্রহ করেন তার মামা মাসুদ সেরনিয়াবাত। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ কামাল এবং ঢাকা মহানগরীর ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান, নিউমার্কেট থানা আওয়ামী লীগ নেতারাসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কমপক্ষে ১০ কাউন্সিলর উপস্থিত ছিলেন।
এদিন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল। এ ছাড়া দক্ষিণ সিটির মেয়র পদে বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হক এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান এমএ রশিদের পক্ষে সামছুজ্জামান বাবুল ফরম সংগ্রহ করেন।