জেলা প্রতিনিধি, পটুয়াখালী: গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ফাতিমা তাসনিম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে এই পদত্যাগপত্র ফাতিমা তাসনিম নিজেই ফেসবুকে পোস্ট করেন।
সোমবার (১৩ এপ্রিল) তিনি পদত্যাগপত্রটি দপ্তর সম্পাদকের মাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি বরাবর পাঠান।
পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন. ‘আমি ফাতিমা তাসনিম ব্যক্তিগত কারণে গণঅধিকার থেকে পদত্যাগ করছি।’
ফাতিমা তাসনিম বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আমি নিজেই একটি দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি, তা সময় হলে জানতে পারবেন।’
তিনি বলেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের উত্থান এবং তার পরবর্তীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নামে একটি ছাত্র সংগঠন তৈরি করি তারই ধারাবাহিকতায় আমার রাজনৈতিক অঙ্গনে অনুপ্রবেশ।
তিনি আরও বলেন, ‘হাঁটি হাঁটি পা পা করে গণঅধিকার পরিষদের সাথে একীভূত হয়ে আমরা সারা বাংলাদেশে একটি রাজনৈতিক দলের উত্থান তৈরি করি। সারা বাংলাদেশের মানুষের সমর্থন নিয়েই রাজপথের স্রোতের বিপরীতে আমাদের উঠে আসা। নানান ধরনের ঘাত প্রতি-ঘাত এর মধ্য দিয়েই আমাদের বেড়ে ওঠা। ফ্যাসিস্ট রক্তচক্ষুকে উপেক্ষা করেই আমাদের রাজনীতিতে পদার্পণ। এই দীর্ঘ ৭ বছরের ভালোবাসা লিডারশিপ অর্জন, এগুলো যা অর্জন করেছি তা দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে বৃহৎ পরিসরে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আমার এ সিদ্ধান্ত নেওয়া।’
উল্লেখ্য, বিগত দিনে সম্মুখপানে থেকে গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে থেকে ফাতিমা তাসনিম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ছিলেন।