সাম্প্রতিক ধারাবাহিক ধর্ষণের ঘটনায় সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে খসড়া অনুমোদন পেলে তা চলতি সপ্তাহেই রাষ্ট্রপতির অধ্যাদেশে জারি হতে পারে।
আইনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বর্তমান ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ এর সংশোধনী আনা হচ্ছে। মূলত আইনের ৯ (১) ধারায় পরিবর্তন আনা হচ্ছে। এ ধারায় ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করে প্রস্তাব দেয়া হবে। এ আইনের আরও কয়েকটি স্থানেও ছোট ছোট পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী।
সম্প্রতি সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামী বেঁধে তরুণী গৃবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুকে নির্যাতনসহ ধর্ষণের নানা ঘটনায় সব মহল থেকেই আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানানো হয়। এছাড়াও সারা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদে রাজপথে নেমছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।