চট্টগ্রাম প্রতিনিধি: তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, যারা এতদিন ধর্মকে পুঁজি করে রাজনীতির নামে মানুষকে ধোঁকা দিয়ে এসেছিল, উদার ও অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনা বাস্তবায়নের তারা আজ আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তাই ধর্ম বেচে খাওয়ার দিন শেষ বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১ নভেস্বর) চট্টগ্রামের ডিসি হিলে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানোৎসব ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব ও রাষ্ট্র সবার’ এ শ্লোগানে পুরোদেশ একতাবদ্ধ বলেই মুক্তিযুদ্ধে ধর্মের বিভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঝাপিয়ে পড়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর অনেকে এখনো দ্বিধাদ্বন্দ্বে থাকেন পরিচয় নিয়ে। আমরা হিন্দু কী মুসলিম, বৌদ্ধ না খৃস্টান সেটা কখনো পরিচয় হতে পারে না। আমাদের পরিচয় আমরা বাঙালি।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনো ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে দেশকে পিছিয়ে দিতে। বিভিন্ন সময়ে ধর্মীয় উসকানি দিয়ে তাই দেশকে অস্থিতিশীল করে তোলার ব্যর্থ প্রচেষ্টা এখনো তারা চালিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন।
প্রধানমন্ত্রীর চলমান ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযানকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ‘আইওয়াশ’ বলে যে মন্তব্য করেছেন সে ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিধায় তারা এটিকে হয়তো আইওয়াশ মনে করছে। প্রকৃতপক্ষে যাারা নানা অপকর্মের সঙ্গে জড়িত আছে, ক্যাসিনোসহ নানা অনাচার-অবিচারের সঙ্গে যুক্ত আছে তাদের সবার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. ধর্মসেন মহাস্থবির, দ্বিতীয় ধর্ম গুরু ড. জ্ঞানশ্রী মহাস্থবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জ্ঞানরত্ব মহাস্থবির, শাকপুরা সার্বজনীনন তপোবন বিহারের উপ পরিচালক প্রজ্ঞামিত্র ভিক্ষু, রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত মেত্তাবংশ মহাস্থবির, মোগলটুলি মহাশ্মাশান ভূমি শ্যাকুমনির মহাপরিচালক তিলোকাবংশ মহাস্থবির প্রমুখ।