বিডিনিউজ ১০ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রযুক্তিই দ্রুত অর্থনৈতিক বিকাশে সহায়তা করবে। নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। কর্মস্থানের অন্তরায় কখনই প্রযুক্তি হতে পারে না বরং দক্ষতা বাড়িয়ে উৎপাদন বা ফলাফল বাড়িয়ে দেয়।
সোমবার বুয়েটে ‘রোবটিক্সের ভবিষ্যৎ: বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে; প্রযুক্তির ব্যবহার বাড়ছে। রোবটের সম্ভাবনাও উজ্জ্বল। ব্রেনড্রেনের জন্য প্রতিশ্রুতিশীল ইঞ্জিনিয়ার পাচ্ছি না। আগামী পাঁচ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক হাজার ইঞ্জিনিয়ার প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গবেষণা কাজকে উৎসাহিত করা উচিত। সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআরআইডি ইউএসএ’র সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মেহেদী শামস।
তিনি বলেন, প্রশিক্ষণ, শিক্ষা গবেষণা ও উন্নয়নের জন্য অর্থায়ন, বেসরকারি খাতে বিনিয়োগে রোবটিক্স প্রসারে সহায়তা করবে। প্রয়োজন সরকারের নীতিগত সিদ্ধান্ত।
এ সময় অন্যান্যের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর ড. মো. শমসের আলী, বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. মো. আশরাফ উল ইসলাম বক্তব্য রাখেন।