,

দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশু (৮) শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো: নয়ন হোসেন (১৫) নামে এক বখাটেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মানিকছড়ির বাটনাতলী ইউনিয়নের গোরখানা এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুটি বাটনাতলী ইউনিয়নের গোরখানায় শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, মানিকছড়ির বাটনাতলী ইউনিয়নের গোরখানা এলাকার বাড়িতে মা-বাবার সাথে থাকতো শিশুটি। ঘটনার সময় বাড়িতে শিশুটিকে একা পেয়ে আবদুস ছালামের বখাটে পুত্র মো. নয়ন হোসেন (১৬) ধর্ষণ করে।

এ সময় শিশু কন্যার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে গেলেও স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

এই বিভাগের আরও খবর